বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | Uttarpara: বর্জ্য প্লাস্টিক পুনর্ব্যবহার করে তৈরি হচ্ছে আসবাব, অভিনব উদ্যোগ উত্তরপাড়া পুরসভার

Pallabi Ghosh | ০২ মার্চ ২০২৪ ২০ : ৫৪Pallabi Ghosh


মিল্টন সেন, হুগলি: বর্জ্য প্লাস্টিক পুনর্ব্যবহার করে তৈরি হচ্ছে চেয়ার, টেবিল সহ নানা আসবাব। প্লাস্টিক যন্ত্রণা থেকে মুক্তির উপায় কী, গোটা বিশ্ব জুড়ে চলছে এই খোঁজ। ঠিক তখনই বর্জ্য প্লাস্টিক পুনর্ব্যবহারে নজির গড়েছে হুগলির উত্তরপাড়া পুরসভা। গড়ে তোলা হয়েছে বর্জ্য প্লাস্টিক প্রক্রিয়াকরণ প্লান্ট। প্রথমে সেখানে বর্জ্য প্লাস্টিক রিসাইক্লিং করে পুনর্ব্যবহারযোগ্য দানায় রূপান্তরিত করা হচ্ছে। তার পরে সেই দানা গুলিকে ব্যবহার করে তৈরি করা হচ্ছে নানা ধরনের আসবাব। সমগ্র প্রক্রিয়া শুরু হয়েছে পুরসভার সাফাই কর্মীদের সক্রিয় সহযোগিতায়। সাফাই কর্মীদের দ্বারা সংলগ্ন ৬ টি পুরসভার সমস্ত বর্জ্য পদার্থ নিয়ে আসা হয় উত্তরপাড়ার প্ল্যান্টে। সেখানে শুরুতে বর্জ্য পৃথকীকরণের কাজ করা হয়। প্লাস্টিককে আলাদা করে জেলার পর শুরু হয় মেশিন এবং মানুষের সম্মিলিত কাজ। মেশিনের কনভেয়ার বেল্টের মাধ্যমে সে বর্জ্য পদার্থ এগিয়ে যায় প্রক্রিয়াকরণের রাস্তায়। প্লাস্টিকের মধ্যে লেগে থাকা মাটি ও অন্যান্য জিনিস সরিয়ে পরিষ্কার করে শুধুমাত্র প্লাস্টিকগুলিকে আলাদা করে নেওয়া হয়। পৃথকীকরণ হয়ে গেলে তা পৌঁছয় দ্বিতীয় পর্যায়। সেখানে বড় বড় প্লাস্টিক টুকরো হয়ে ছোট ছোট প্লাস্টিকের আকারে অন্য মেশিনের মধ্যে পৌঁছয়। সেই মেশিন থেকেই টুকরো প্লাস্টিক থেকে রিসাইকেল অর্থাৎ ব্যবহারযোগ্য দানা তৈরি হয়। একেবারে শেষ পর্যায় সেই প্লাস্টিকের দানা পৌঁছে দেওয়া হয় কারখানায়। দানা ব্যবহার করে সেখানে তৈরি করা হয় বিভিন্ন আসবাবপত্র যেমন চেয়ার, টেবিল, বালতি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে উত্তরপাড়া পুরসভার এই প্রক্রিয়াকরণের উদ্যোগ। এই প্রসঙ্গে সংস্থার এক আধিকারিক রামপ্রসাদ চক্রবর্তী তিনি বলেছেন, প্ল্যান্টে প্লাস্টিকের দানা থেকে ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং ব্যবহার হওয়ার পরে পুনরায় আবার সেটাকে প্লাস্টিকের দানায় পরিণত করার কাজ চলছে। আগামী বছরের মধ্যে সেই দানা থেকে নতুন আসবাবপত্র তৈরি করার সমস্ত ব্যবস্থা তৈরি হয়ে যাবে। ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে কিছু আসবাবপত্র তৈরি করা হয়েছে। সময়ের অপেক্ষা, আগামী কিছু দিনের মধ্যেই গোটা প্রক্রিয়াটা এই প্ল্যান্টে সম্পন্ন হবে। উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব বলেছেন, রাজ্য সরকারের যাবতীয় গাইডলাইন মেনে কাজ শুরু হয়েছে। ছয়টি পুরসভার নির্গত বর্জ্য প্ল্যান্টে নিয়ে এসে প্লাস্টিক রিসাইকেল করে ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে। এই ব্যবস্থা পরিবেশের পক্ষে অত্যন্ত উপযোগী। কারণ বর্তমান সময়ে প্লাস্টিকের ব্যবহার যে হারে বেড়েছে তা পরিবেশের পক্ষে ক্ষতিকর। মূল লক্ষ্য প্লাস্টিক মুক্ত পরিবেশ গড়ে তোলা। প্লাস্টিক নষ্ট হয় না, তাই সেই প্লাস্টিককে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলার লক্ষেই এই উদ্যোগ।
ছবি: পার্থ রাহা




বিশেষ খবর

নানান খবর

নানান খবর

ফের গুলেন বেরি সিনড্রোমে আক্রান্ত হয়ে ভর্তি কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজে ও হাসপাতালে...

সাংগঠনিক নির্বাচন নিয়ে ধুন্ধুমার, নদীয়ায় বিজেপি অফিসে কর্মীদের ভাঙচুর ...

ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...

ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...

ইলেকট্রিক শক দিয়ে 'খুন' করা হল হাতি, বন দপ্তরের হাতে গ্রেপ্তার ১...

প্রেমে বিচ্ছেদ! ক্ষিপ্ত যুবকের ব্যাগে সিঁদুর নিয়ে প্রাক্তনীকে হত্যার চেষ্টা, শেষে গ্রেপ্তার...

স্বামীর কিডনি বিক্রির টাকা নিয়ে নতুন সংসার পাতলেন স্ত্রী, সাঁকরাইলের ঘটনায় সকলে হতবাক...

শিলিগুড়িতে ছেলের হাতে খুন মা, এলাকায় উত্তেজনা...

বাঙালির ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তত্ত্ব হাতে ছাত্রদের জন্য অপেক্ষায় ছাত্রীরা, কোন বিশ্ববিদ্যালয়ে এই রীতি?‌...

বোরোলি, বোয়াল-সহ তিস্তার জলে মরা মাছের ভিড়, বিষ প্রয়োগ না অন্য কারণ?...

লাভপুরে ফের পুলিশের ওপর হামলা, ইটের আঘাতে আহত এক পুলিশকর্মী...

দেগঙ্গায় ফের দুঃসাহসিক ডাকাতি, আলমারি ভেঙে লুঠ সোনার গয়না, লক্ষাধিক নগদ টাকা...

উলুবেড়িয়া কালীবাড়িতে সরস্বতী পুজো ঘিরে বিশৃঙ্খলা, অনুষ্ঠান বন্ধ করল পুলিশ ...

হাতির সঙ্গে জেসিবি নিয়ে লড়াই, গ্রেপ্তার চালক...

গোটা সেদ্ধ তো শুনেছেন, জানেন কী কী থাকে এই খাবারে? কেনইবা সরস্বতী পুজোর পরেরদিন খাওয়া হয়?...



সোশ্যাল মিডিয়া



03 24